সেলুলয়েডে আসছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
এবার গুনী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন উঠে আসবে সেলুলয়েডের পর্দায়। তাকে নিয়ে বায়োপিক নির্মাণের উদ্যোগ নিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। যতদূর জানা গেছে, এটি পরিচালনাও করবেন পরমব্রত নিজেই।
কিন্তু এ নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সৌমিত্র নিজে বায়োপিকের কথা স্বীকার করেছেন। এর সঙ্গে তিনি আরো জানিয়েছেন, ছবিতে কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত নয়।
সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রীট সিটি কলেজ থেকে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ খ্রিস্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। পরবর্তীতে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মত পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন সেই সঙ্গে পরিচালনা করেছেন নাটকও। তিনি একজন উচ্চমানের আবৃত্তিকারও।
সৌমিত্র চট্টোপাধ্যায় সর্বপ্রথম কাজ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়-এর অপুর সংসার ছবিতে। ছবিটি পরিচালকের ৫ম চলচ্চিত্র পরিচালনা। তিনি এর আগে রেডিও ঘোষক ছিলেন এবং মঞ্চে ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন। ধীরে ধীরে তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে ১৪টি ছবিতে অভিনয় করেন। তিনি সত্যজিৎ রায় নির্মিত বিভিন্ন ছবিতে বিভিন্ন চরিত্রে আবির্ভূত হন। তার অভিনীত কিছু কিছু চরিত্র দেখে ধারণা করা হয়, যে তাকে মাথায় রেখেই গল্প বা চিত্রনাট্যগুলো লেখা হয়। সত্যজিৎ রায়-এর দ্বিতীয় শেষ চলচ্চিত্র শাখা প্রশাখা-তেও তিনি অভিনয় করেন।
তার অভিনীত চরিত্রগুলোর ভেতরে সবচেয়ে জনপ্রিয় হল ফেলুদা। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন। প্রথমে ফেলুদা চরিত্রে তার চেয়েও ভালো কাউকে নেয়ার ইচ্ছে থাকলেও তার অভিনীত ফেলুদার প্রথম ছবি সোনার কেল্লা বের হওয়ার পর সত্যজিৎ রায় স্বীকার করেন, তার চেয়ে ভালো আর কেউ ছবিটি করতে পারত না।
