চকবাজারের ঘটনায় অগ্নিদগ্ধদের পাশে বাপ্পি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৪ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী সবসময় পর্দার বাইরেও নিজের মহত্বের পরিচয় দিয়েছেন। গত বছরের ডিসেম্বরেও রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক অসহায় নারীর পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন সময়ে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তিনি।
এবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধদের পাশে দাঁড়ালেন বাপ্পি। স্বশরীরে অগ্নিদগ্ধ মানুষকের দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন এ নায়ক। কথা বলেছেন তাদের সঙ্গে।
নিজের ফেসবুকে পেজে এক স্টাটাস দিয়ে বাপ্পি চৌধুরী জানান, রাতে জিম থেকে বাসায় ফিরছিলেন তিনি। গাড়ি নিজেই ড্রাইভ করায় অন্য দিকে মনোযোগ দিতে পারেনি। বাসায় গিয়েই টিভি চ্যানেলে দেখেন চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের চিত্র। এরপর আর রাতে ঘুমাতে পারেনি তিনি। তাই দুুপুর দেড়টার দিকে ছুটে গিয়েছেন হাসপাতালে।
বিসয়টি নিয়ে বাপ্পি চৌধুরী বলেন, মৃত্যু অবধারিত আমাদের জীবনে। কিন্তু সে মুত্যু কেন আগুনে পুড়ে হবে। টিভিতে আগুনে পোড়ার দৃশ্য দেখে ঠিক থাকতে পারিনি। তাই ছুটে যাই অগ্নিদগ্ধ আহত মানুষগুলোকে দেখতে। তাদের সঙ্গে কথা বলি। আমি আমার সাধ্যমত তাদের সাহায্যে এগিয়ে আসবো।
হাসপাতালে আহত মানুষদের দেখে আসার পর তিনি আরো বলেন, তাদের যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করা তো সম্ভব নয়। রাষ্ট্র তাদের জন্য যা করার করবে। পাশাপাশি আমাদেরও ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসা উচিত। আমরা যদি এগিয়ে আসি তাহলে তাদের ক্ষতি কিছুটা হলেও পূরণ হবে। তবে আপাতত যারা আহত আছেন তাদের যথাযথ চিকিৎসার প্রয়োজন। আমি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন সাধ্যমত চেষ্টা করছেন তারা।
এদিকে, বাপ্পি অভিনীত ‘দাগ হৃদয়ে’ ছবিটি মুক্তি পায় গেলো ৮ ফেব্রুয়ারি। তারেক সিকদার পরিচালিত এ ছবিতে বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও আঁচল আখি। ত্রিভুজ প্রেমের গল্পের এ সিনেমাটিতে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ডি জে সোহেল, লিনা ফেরদৌস প্রমুখ।
