বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

পার্ণো মিত্রর বিয়ের গুঞ্জন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৩ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

কলকাতার এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পার্ণো মিত্র। ২০০৭ সালে প্রথম টেলিভিশনে দেখা গিয়েছিল তাকে রবি ওঝার প্রোডাকশনের মাধ্যমে। প্রথম দর্শনেই দর্শকের মন জয় করেছিলেন অভিনেত্রী। তারপর বড়পর্দা। টুকটাক বেশ কিছু কাজ করেছিলেন পার্ণো।

 

তবে ‘রঞ্জনা আমি আর আসব না’ পার্ণোর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অঞ্জন দত্তের সেই ছবিতেই প্রথম লিড রোল পেয়েছিলেন তিনি। ললিতা বলে একটি টেলিফিল্মে কাজ করার সূত্রেই অঞ্জন দত্তের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল পার্ণোর। ‘রঞ্জনা…’ পার্ণোকে পরিচিতি দিলেও কৌশিক গঙ্গোপাধ্যায় ‘অপুর পাঁচালি’তে অভিনয় করে সকরের মন জয় করে নেন পার্ণো। এরপর ‘রাজকাহিনী’, ‘আহারে মন’-এর মতো ছবিতেও পার্ণোকে দর্শক পছন্দ করেছেন। শুধু তাই নয় মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিতে অভিনয় করে এদেশের মানুষের কাছেও বেশ পরিচিত লাভ করেন।

বর্তমানে দুই বাংলাতেই এই নায়িকার বিশাল ভক্তকূল রয়েছে। পার্ণোর ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের কৌতূহল তাদের কম নয়। টলিউডে এখন গুঞ্জন উঠেছে একজন শিল্পপতির সঙ্গে পার্ণোর সম্পর্ক তৈরি হয়েছে। তাকেই বিয়ে করতে চলেছেন এ অভিনেত্রী। 

 

জানা গেছে, একটি পার্টিতেই  দু’জনের প্রথম আলাপ। এক অভিনেত্রীই নাকি পার্ণোর সঙ্গে ওই ব্যক্তির পরিচয় করিয়ে দেন। তবে পার্ণো এসব কথা মানতেই চাননি। তার কথায়, এর আগেও আমার বিয়ে দিয়ে দেয়া হয়েছে। ব্রেকআপ করানো হয়েছে। এটা নতুন কিছু নয়। এসব দেখে আমি টায়ার্ড।

পার্ণো সাফ জানিয়েছেন, বিয়ে আমি করছি না। অন্তত ৪-৫ বছরের আগে তো নয়ই। আমার বিয়ে করার এখন সময় নেই। লোকে নিরাপত্তার জন্য বিয়ে করে। আমি তো নিজেই নিজেকে নিরাপত্তা দিতে পারি। এমনকী, বয়ফ্রেন্ডের কথাও অস্বীকার করেছেন তিনি। 

তিনি বলেন, যা ছড়ানো হচ্ছে আমার সম্পর্কে সব গসিপ। এমন কিছু খবর হলে সবাই জানতে পারবে। এখন ছবিতেই ভালোবাসা দিতে চাই। অভিনয়টাই মনযোগ দিয়ে করতে চাই।