বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভাষা দিবসের বিশেষ নাটক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৩ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

আজ মহান ২১ ফেব্রুয়ারি ‘ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। এ দিবস ঘিরে টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ আয়োজনে তাদের অনুষ্ঠানমালা সাজিয়েছেন। এ অনুষ্ঠানগুলোর অন্যতম আকর্ষণ টিভি নাটক। আজ বিভিন্ন টেলিভিশনে ভাষা দিবসের বিশেষ কিছু নাটক প্রচারিত হবে। নিচে তেমনি কিছু নাটকের কথা তুলে ধরা হলো- 

 

‘জাহানারার একটি ভাই ছিল’

ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমেদকে নিয়ে ‘জাহানারার একটি ভাই ছিল’ শিরোনামের বিশেষ একটি নাটক নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ।  নাটকটি লিখেছেন মাসুম শাহরীয়ার। এ নাটকে ভাষা শহীদ রফিরে চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এটি আজ রাত ৮.১০ মিনিটে বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত হবে। 

‘পাগলা ঘণ্টা’

প্রখ্যাত অভিনেতা মামুনুর রশীদ রচিত ও  পরিচালিত ‘পাগলা ঘণ্টা’ নাটকটি রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে সম্প্রচারিত হবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়রাজ, সুষমা সরকার, আবদুল্লাহ রানা প্রমুখ। 

'যে গল্পটা বলা হয়নি'

রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে  'যে গল্পটা বলা হয়নি'।  সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনায় তুহিন হোসেন। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন। 

‘বর্ণমালার মিছিল’

রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে নাটক বর্ণমালার মিছিল। নাটকটি  রচনা ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রওনক হাসান, মৌটুসী বিশ্বাস, জয়িতা মহলানবীশ, সাজু আহমেদ, আখন্দ জাহিদসহ মঞ্চের ২০ জন থিয়েটার কর্মী।

‘শহীদ মিনার’

রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনের অমর প্রতীক শহীদ মিনার নিমার্ণের আখ্যান নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র ‘শহীদ মিনার’। বিকেল সাড়ে ৫টায় দীপ্ত টিভিতে প্রচার হবে। ১৯৫২ সালের পর থেকে শহীদ মিনার আমাদের সব গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনের একমাত্র আশ্রয় ও উৎসস্থল হিসেবে অবিস্মরণীয় ভূমিকা পালন করে আসছে। এ প্রামাণ্যচিত্রে দেশের সর্বপ্রথম শহীদ মিনার নির্মাণের প্রয়োজনীয়তা উপলব্ধির সময়কাল থেকে নির্মাণ ও পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে এই প্রতীকের ভাঙাগড়ার গল্পও দেখা যাবে। 

‘ঝুটুম পাখির কথা’

পিউ ও টিয়া পাখির এ গল্পটি নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুরন্ত টিভির বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’। নাটকটি রচনা করেছেন নূর সিদ্দিকী ও পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার ও শিশুশিল্পী ঋদ্ধি। নাটকটি দুরন্ত টেলিভিশনে প্রচার হবে আজ রাত ৮টা ও আগামীকাল সন্ধ্যা ৬টায়।

‘আদর্শলিপি’

এনটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ভাষার মাসের বিশেষ নাটক ‘আদর্শলিপি’। মনি হায়দারের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী সুজন, দীপা খন্দকার, গোলাম কিবরিয়া তানভীর, তাহমিনা অথৈ প্রমুখ।

‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’

চ্যানেল আইয়ে রাত ৯টায় প্রচার হবে ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’। নাটকটির রচনা ও পরিচালনায় মাতিয়া বানু শুকু। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শ্যামল মাওলা, সারওয়াত আজাদ বৃষ্টি, নরেশ ভূঁইয়া, আনোয়ার ও রিজভিনা।

‘যুদ্ধের ভাষা’

এটিএন বাংলায় আজ রাত ৯টায় প্রচার হবে ‘যুদ্ধের ভাষা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এতে অভিনয় করেছেন আবু হুরাইয়া তানভীর। 

‘ভাষার আর্তনাদ’

সৈয়দ ইকবালের রচনায় স্বাধীন ফুয়াদ নির্মাণ করেছেন ‘ভাষার আর্তনাদ’। এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও নুসরাত জান্নাত রুহী। এতে আরো অভিনয় করেছেন-নিশাত খুশবু, শিরিন আলম, পীরজাদা শহিদুল হারুন, আশরাফুল আলম সোহাগ, অনিক, তুরিন, সুমন, তুষার প্রমুখ। ফ্যাক্টর থ্রি সলিউশনস নিবেদিত ও ত্রিধারা মিডিয়া প্রযোজিত নাটকটি আজরাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে প্রচারিত হবে।