আব্বুকে হারাতে চাই না: কদ্দুস বয়াতীর মেয়ে প্রাপ্তি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩২ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
জনপ্রিয় লোকসংগীত শিল্পী কদ্দুস বয়াতী গেলো রোববার থেকে খাদ্যনালী ও ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে কোনো ধরনের খাবারই তিনি খেতে পারছেন না। ডা. মানবেন্দ্র বিশ্বাসের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার।
চিকিৎসকরা তার পরিবারকে জানিয়েছেন দেশের বাহিরে নিয়ে উন্নত চিকিৎসা করতে। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছেন কদ্দুস বয়াতীর পরিবার।
বৃহস্পতিবার দুপুরে কুদ্দুস বয়াতির মেয়ে ফেসবুকে লিখেন, আমার আব্বুকে হারাতে চাই না...
আমি তানহা কুদ্দুস প্রাপ্তি,
আমি আপনাদের সবার প্রিয় শিল্পী কুদ্দুস বয়াতীর ছোট মেয়ে। আপনারা জানেন আজ কয়েক দিন যাবত আমার আব্বু জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় আছে। মুখে কোনো খাবারই খেতে পারছে না, খাদ্যনালী বন্ধ হয়ে যাওয়ায়। এখন একমাত্র স্যালাইনই আব্বুর ভরসা । ডা. বলেছে উন্নত চিকিৎসার জন্য খুব দ্রুত দেশের বাহিরে নিয়ে অস্ত্রপাচার করার জন্য।
কদ্দুস বয়াতীর ফেসবুক থেকে দেয়ে ওই স্ট্যাটাসে প্রাপ্তি আরো লেখেন, বাবার ফুসফুসের অবস্থা ভিষণ খারাপ হয়ে গেছে। তাই আমার আব্বুকে বাঁচাতে হলে ৩০ লাখ টাকা প্রয়োজন। যা আমাদের সাধ্যের বাইরে। তাই মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে আমার আকুল আবেদন-আব্বুকে উন্নত চিকিৎসার জন্য সহায়তা করুন।আমি আব্বুকে হারাতে চাই না।
গত বছরের নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান পেয়েছিলেন কুদ্দুস বয়াতি।
