বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভাষা দিবসে মামুনুর রশীদের নাটক ‘পাগলা ঘণ্টা’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

প্রখ্যাত অভিনেতা, নাট্যকার ও নাট্য পরিচালক মামুনুর রশীদ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে বিশেষ একটি নাটক রচনা ও পরিচালনা করেছেন। নাটকটির শিরোনাম ‘পাগলা ঘণ্টা’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়রাজ, সুষমা সরকার, আবদুল্লাহ রানা প্রমুখ। 

 

এছাড়াও নাটকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বিটিভির মহাপরিচালক হারুন-অর-রশীদ। গত ১৩ ফেব্রুয়ারি বিটিভির নিজস্ব সেটে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে।

নাটক সম্পর্কে মামুনুর রশীদ বলেন, ১৯৫২ সালে রাজশাহী জেলের কিছু ঘটনা নিয়ে নাটকটি গল্প তৈরি করেছি। সেসময় একদল কিশোর ছাত্রকে গ্রেফতার করে রাখা হয়েছিল রাজশাহী জেলখানায়। তখন কয়েকবার জেলে পাগলা ঘণ্টা বাজাতে হয়েছিল। এগুলোসহ প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে নাটকটির গল্প । আশা করছি, নাটকটি দর্শকরা বেশ আগ্রহ নিয়েই দেখবেন

 

‘পাগলা ঘণ্টা’ নাটকটি প্রযোজনা করেছেন ফজলে আজিম জুয়েল।  এটি আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে সম্প্রচারিত হবে।