শুদ্ধ বানান সচেতনতায় পর্দায় ‘বর্ণমালার মিছিল’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
আজকাল হরহামেশাই বাংলা লিখতে গেলে ইচ্ছা কিংবা অনিচ্ছাকৃতভাবে বানান ভুল হয়। যা বাংলা ভাষার জন্য চরম অবমাননাকর। এতে বাংলা ভাষার সৌন্দর্য নষ্ট হয়। মানুষ যেন বাংলা লেখার সময় বানান ভুল না করে, শুদ্ধ লেখায় সচেতন হয়-এ বিষয়ে সচেতনতা তৈরিতে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘বর্ণমালার মিছিল’।
একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন সীমান্ত সজল। একইসঙ্গে নাটকটি রচনাও করেছেন তিনি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রওনক হাসান, মৌটুসী বিশ্বাস, জয়িতা মহলানবীশ, সাজু আহমেদ, আখন্দ জাহিদসহ মঞ্চের ২০ জন থিয়েটার কর্মী।

নাটকটি সম্পর্কে সীমান্ত সজল বলেন, ‘বর্ণমালার মিছিল’ নাটকের গল্প ভাবনায় রয়েছে ভিন্নতা। ব্যতিক্রমধর্মী চিন্তা চেতনা ও মননশীলতার ছাপ পাওয়া যাবে পুরো নাটক জুড়ে। সৃজনশীল কাজের মধ্যে দিয়ে ভিন্ন আঙ্গিকে এ নাটকের গল্প বর্ণনা করা হয়েছে।
গল্পের প্রয়োজনে নাটকটিতে তিনটি গান ব্যবহার করা হয়েছে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন ইবনে রাজন। আগামীকাল রাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙাতে প্রচার করা হবে নাটকটি।
