বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘যত দিন বাঁচব, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকব’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৯ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

অসুস্থ হয়ে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে হাসপাতালে ভর্তি হন শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী আকবর। তখন থেকে পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসা চালিয়ে যাবার মতো সামর্থ্য ছিল না তার।

 

এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন। আকবরের আবেদনে সাড়া দিয়ে চিকিৎসার জন্য তাকে ২২ লাখ টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর সহযোগীতা পেয়ে আকবর বলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশমতো চিকিৎসকেরা আমাকে যত্নের সঙ্গে চিকিৎসা করেছেন। যত দিন বাঁচব, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকব।

 

তিনি আরো বলেন, আমি হানিফ সংকেত স্যারের প্রতিও কৃতজ্ঞ। তার কাছে আমার ঋণের শেষ নাই। অভিভাবক হিসেবে তাকে সব সময় সঙ্গে পেয়েছি।

প্রসঙ্গত, পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে আকবরের। প্রতি সপ্তাহে পিজি হাসপাতালের চর্ম, কিডনি ও মেডিসিন বিভাগ থেকে চেকআপ করাতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পিজি হাসপাতালের প্রধানের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে চিকিৎসার জন্য যা খরচ হবে তা হাসপাতাল বহন করবে।