রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

বিচারকদের বাংলায় রায় লেখার অনুরোধ প্রধানমন্ত্রীর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৪ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

স্বল্পশিক্ষিত সাধারণ বিচারপ্রার্থীদের কথা বিবেচনায় নিয়ে মামলার রায় বাংলায় লেখার জন্য বিচারকদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার বিকেলে অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তিনি এ অনুরোধ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ইংরেজি কম জানার কারণে রায়ে কি আছে, জানার জন্য অধিকাংশ বিচারপ্রার্থীকে তার আইনজীবীর ওপর নির্ভর করতে হয়। রায়ে কি আছে তা বিচারপ্রার্থীর জানার সুযোগ থাকে না। অনেক ক্ষেত্রে এ কারণে তাদের হয়রানির শিকার হতে হয়।

 

তিনি বলেন, যারা আদালতে রয়েছেন তারা যদি মাতৃভাষায় রায় লেখার অভ্যাস করেন, তাহলে স্বল্পশিক্ষিতদেরও রায় পড়ে বোঝার সুবিধা হবে। তাদের অন্য কারো ওপর নির্ভরশীল হতে হবে না। 

শেখ হাসিনা বলেন, আর রায়ের ভাষা যদি ইংরেজিও হয় তাহলে রোমান স্টাইলে না লিখে একটু সহজ ইংরেজিতে লেখা, যে ভাষাটা সকলেই বুঝতে পারে, সেই ভাষাতেই লেখা উচিত।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুর রহমান চৌধুরী নওফেল, বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি মিয়া সেপো এবং শিক্ষা সচিব (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ) সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।