রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

চকবাজারের অগ্নিকাণ্ডে পুতিনের শোক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৩ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো পৃথক বার্তায় শোক প্রকাশ করেন ভ্লাদিমির পুতিন ও আর্ল মিলার।

 

বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টার মসজিদ সংলগ্ন মোড়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬৭ জনের পোড়া লাশ নেয়া হয়েছে হাসপাতালের মর্গে। এরমধ্যে ২৫টি সনাক্ত করা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বার্তায় বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো পৃথক বার্তায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।