‘এ ধরনের আর একটি মৃত্যুও আমরা দেখতে চাই না’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার রাজধানীর চকবাজারে মর্মান্তিক অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার মন্ত্রী এক শোক বার্তায় ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, অগ্নিকান্ডে অনেকগুলো জীবনের অকাল মৃত্যু অত্যন্ত পরিতাপের। যাদেরকে আমরা হারিয়েছি- পরিবার এবং রাষ্ট্রে তাদের এই শুন্যতা কোনদিন পূরণ হবার নয়।
তিনি বলেন, কঠোর নির্দেশনা অমান্য করে গোপনে ঝুঁকিপূর্ণ পদার্থের কারখানা কিংবা সংরক্ষণের কারণে আর যেন একটি দুর্ঘটনারও পুনরাবৃত্তি না ঘটে, একটি জীবনও যেন হারাতে না হয় এ ব্যাপারে নিজেদের সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে। এ ধরনের আর একটি মৃত্যু আমরা দেখতে চাই না - কারও কাম্য নয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযু্িক্ত মন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন।
