চকবাজার ট্র্যাজেডি: আজ সারাদেশে মোনাজাত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৩ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুম্মা বিশেষ মোনাজাতের অনুরোধ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
বৃহস্পতিবার রাতে ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি অনুরোধ জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬৭ জনের মধ্যে ৪৫ মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে নারী-শিশুসহ কমপক্ষে ৬৭ ব্যক্তি নিহত হয়েছেন।
