শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো গেলো না

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ দল। তবে এই সফরে ওয়ানডে সিরিজটা সুখকর হয়নি মাশরাফি বাহিনীর জন্য। কারণ বড় ব্যবধানে সব ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটা আসলে ছিল বাংলাদেশের জন্য সম্মান বাঁচানোর লড়াই, হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু শেষ পর্যন্ত হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো গেল না।

সাব্বির রহমান রুম্মন একাই লড়লেন, তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। কিন্তু তার ওই লড়াকু সেঞ্চুরির পরও ৩৩১ রানের বড় লক্ষ্য তাড়া করে ২৪২ রানের বেশি যেতে পারল না বাংলাদেশ। ৮৮ রানের বড় হারে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো সফরকারিরা।