হাসপাতালে সোনু নিগম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী সোনু নিগম।
মঙ্গলবার কাঠমান্ডুর নোর্ভিক হাসপাতালে পিঠের ভয়াবহ যন্ত্রণা নিয়ে হাসপালে ভর্তি হন তিনি।
কাঠমন্ডু পোস্ট জানায়, ডাক্তার পাঙ্কা জালান ও প্রবীণ নেপালের তত্ত্ববধানে নোর্ভিক হাসপাতালে চিকিৎসা চলছে সোনুর। তবে তার শারীরিক অবস্থা ভাল হলে আজই হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে তাকে।
