শনিবার   ১৮ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১   ১০ জ্বিলকদ ১৪৪৫

আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন বার্নি স্যান্ডার্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে চমকপ্রদ ভাবে শক্তিশালী হয়ে ওঠা এই ডেমোক্রেট প্রার্থী ২০২০ সালে দ্বিতীয়বারের মতো নির্বাচনী দৌড়ে নামবেন।

 

স্যান্ডার্স (৭৭) মঙ্গলবার তার রাজ্য ভেরমন্টে একটি রেডিও সাক্ষাৎকারে এই ঘোষণা দেন।

'আমি দু'টি কারণে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব,' ভেরমন্ট পাবলিক রেডিওকে বলেন তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা এবং ২০১৬ তার অনেকগুলো দেয়া পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য স্যান্ডার্স আবারও নির্বাচনে যেতে চান। তার প্রস্তাবগুলর মধ্যে রয়েছে সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং ঘণ্টা প্রতি ন্যূনতম মজুরি ১৫ ডলার করা।

'আমার মতে হোয়াইট হাউজের বর্তমান বাসিন্দা আমাদের দেশের জন্য বিব্রতকর,' বলেন স্যান্ডার্স।

'আমার মনে হয় উনি একজন অসংশোধনীয় মিথ্যুক। আমার এটাও মনে হয় যে উনি একজন বর্ণবাদী, লিঙ্গ বৈষম্যে বিশ্বাসী, সমকামিতাবিরোধী, এবং বিদেশ আতঙ্কগ্রস্ত একজন লোক। উনি সংখ্যালঘুদের, বিশেষ করে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সস্তা রাজনৈতিক সাফল্য পেতে চাইছেন,' যোগ করেন তিনি।

মঙ্গলবার সকালে সমর্থকদেরকে পাঠানো এক ইমেইলে স্যান্ডার্স সরকার ও রাজনীতিকে প্রভাবিত করছে এমন কয়েকটি জিনিসের মোকাবেলায় তিনি মাঠ পর্যায়ে বিশাল আন্দোলন গড়ে তুলবেন।

'আমরা আমাদের দেশকে বদলে দিতে প্রচারণা শুরু করেছি। অর্থনৈতিক, সামাজিক, জাতিগত এবং পরিবেশগত ন্যায় বিচারের আমরা কাজ করছি,' বলেন তিনি।