স্ত্রীর অর্ধনগ্ন ছবি পোস্ট করে বিপাকে অভিনেতা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৪ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
পুলওয়ামায় সিআরপিএফ-এর উপরে হামলায় শোকে কাতর গোটা ভারত। জঙ্গিদের উপযুক্ত জবাব দেওয়ার দাবিতে সোচ্চার হযেছেন অনেকে। এর মধ্যে বিতর্ক বাড়ালেন অভিনেতা প্রতীক বব্বর। শোকজ্ঞাপনের বদলে স্ত্রীর সঙ্গে অর্ধনগ্ন ছবি পোস্ট করলেন তিনি। যা নিয়ে রীতিমতো বিপাকে পড়লেন এই অভিনেতা।
এবেলা পত্রিকার খবরে বলা হয়, ১৫ তারিখ ওই পোস্টটি করেন তিনি। ছবিতে প্রতীকের সঙ্গে তার স্ত্রী সায়না সাগর অর্ধনগ্ন অবস্থায় ছিলেন। এর পরেই নেটিজনদের রোষের মুখে পড়েন এই অভিনেতা। বিতর্ক থামাতে শেষে ছবিটি ডিলিট করে দেন প্রতীক।
পরে ক্ষমা চেয়ে তিনি জানান, ভ্যালেন্টাইনস ডে-তে স্ত্রী সায়নার প্রতি তার ভালবাসা দেখাতেই এমন ছবি পোস্ট করেছিলেন তিনি।
পরে ড্যামেজ কন্ট্রোলে নেমে সেনা-জওয়ানদের নিয়ে প্রচুর পোস্ট করেন প্রতীক।
