বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভূতকে ভয় পান টাইগার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

নাম টাইগার, নেশা মার্শাল আর্টস... এ দিকে ভূতের ভয়ে কাবু তিনি। একবার এমন এক হরর ফিল্ম দেখেন যে, তার পর থেকে রাতে তার একা ঘরে ভয় করে।

 

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি ‘কফি উইথ করণ’ চ্যাট শোয়ে এসেছিলেন টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়া। তিনজনকেই দেখা যাবে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবিতে।

দুই সুন্দরীর মাঝে বসে টাইগারের সরল স্বীকারোক্তি, তিনি রাতে একা ঘুমাতে পারেন না! কারণ? ভূতের ভয় পান এই সিক্স প্যাক অ্যাবস নায়ক। বাড়িতে তিনি মায়ের সঙ্গেই ঘুমান।

কিন্তু মুম্বাইয়ের বাইরে শুটিং থাকলে কী করেন তিনি? টাইগারের উত্তর, শুটিংয়ের জন্য বাড়ির বাইরে রাত কাটাতে হলে ইউনিটের সদস্যরাই ভরসা।