বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

মামার পাশে বসে ইউকেলেলে বাজাতে ব্যস্ত ছোট্ট তৈমুর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

তৈমুর আলি খান। এই নামটাই তৈমুর ভক্তদের পক্ষে খুশি হওয়ার জন্য যথেষ্ঠ। দিনে দিনে ছোট্ট নবাবের ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়ায় তৈমুরের কোনও ভিডিও প্রকাশ্যে আসার শুধু অপেক্ষা। নিমেষেই তা ভাইরাল হয়ে যায়।

 

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি সোশ্যল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে তৈমুরের একটি ভিডিও। যেখানে কারিনা পুত্রকে মামা জাহান কাপুরের ( কুণাল কাপুরের ছেলে, শশী কাপুরের নাতি) পাশে বসে ইউকেলেলে (গিটারের মতো বাদ্যযন্ত্র) বাজতে দেখা যাচ্ছে। জাহান কাপুরকে পাতৌদি প্যালেসের সামনে বসে প্লেটে বসে কিছু খেতে দেখা যাচ্ছে। আর তার পাশে বসে তৈমুর গিটার বাজাতে দেখা যাচ্ছে। ছোট্ট তৈমুরের কাণ্ড দেখে তাকে উৎসাহ দিচ্ছেন জাহান।

 

এই ভিডিওটি প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল কাপুর কন্যা শাইরা কাপুর। প্রসঙ্গত, কিছুদিন আগে আগামী ছবি 'গুড নিউজ' শুটিং সেটে তৈমুরকে কারিনা নিয়ে গেলে, সে সেখানে অভিনেত্রী কিয়ারা আডবাণীর সঙ্গে খেলতে ব্যস্ত হয়ে যায়। সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।