শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

শুরুতে মাশরাফির আঘাত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

সিরিজ বাঁচানোর শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর দলের পঞ্চম ওভারে এসেই নিউজিল্যান্ডের ওপেনার কনিং মুনরোকে এলবিডাব্লিউ এর ফাঁদে ফেলেন মাশরাফি। পাঁচ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২১ রান।

 

এর আগে সিরিজের প্রথম দুটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। আড়াইশোর কাছাকাছি রান করেও জিততে পারেনি সফরকারীরা। দুটি ম্যাচেই মাশরাফির দল হেরেছে ৮ উইকেটের ব্যবধানে।

 

নিউজিল্যান্ডের ডানেডিনে নিয়মরক্ষার এই ম্যাচটিতে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে খেলতে পারছেন না মিঠুন। তার পরিবর্তে দলে ফিরেছেন রুবেল হোসেন। দ্বিতীয় ওয়ানডেতে চোট পান দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। তবে মুশফিকুর রহিমের চোট গুরুতর নয়। তৃতীয় ওয়ানডেতে তিনি খেলছেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কলিন মুনরো, রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক) জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, টিম সৌদি ও ট্রেন্ট বোল্ট।