বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাকে ডেটিং-এর পরামর্শ কারিনার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ডেবিউতেই বলিউডে ছক্কা হাঁকিয়েছেন সারা আলি খান। ‘কেদারনাথ’-এ তিনি নজর কেড়েছেন। পরের ছবি ‘সিম্বা’তেও জাত চিনিয়েছেন নিজের। তার পরিবারে প্রায় সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত। সে সংক্রান্ত পরামর্শ পরিবারের মধ্যে থেকে নিশ্চয়ই পান এই স্টার কিড। 

 

সেই তালিকায় কারিনা কাপুরও রয়েছে। তবে শুধু অভিনয় নয়, করিনার থেকে নাকি ডেট করার টিপসও পান সারা!

সম্প্রতি একটি চ্যাট শো-এ হাজির ছিলেন কারিনা এবং তার প্রিয় বন্ধু অমৃতা আরোরা। সেই শো-এ করিনাকে প্রশ্ন করেন অমৃতা। তিনি জানতে চান, ডেটিংয়ের কোন পরামর্শ সারাকে দাও? উত্তরে হেসে কারিনা জবাব দেন, প্রথম হিরোর সঙ্গে ডেট না করার সাজেশন দিয়েছি।

 

ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এ সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সারা আলি খান। অর্থাৎ সুশান্তের সঙ্গে ডেট না করার পরামর্শ দিয়েছেন করিনা। 

দিন কয়েক ধরেই সুশান্ত-সারার ব্যক্তিগত কেমিস্ট্রির জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। সে কারণেই কি সারাকে প্রকাশ্যে সাবধান করে দিলেন করিনা?