বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিচ্ছেদের আগের রাতে কী হয়েছিল? মুখ খুললেন মালাইকা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২১ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

আরবাজ খান এবং মালাইকা আরোরা। ১৮ বছরের দীর্ঘ দাম্পত্য ভেঙে দিয়েছেন এ তারকা জুটি। শোনা গিয়েছিল, অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছেন মালাইকা। 

 

যদিও তা এখনো পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেননি কেউ। কিন্তু বিচ্ছেদের আগের রাতে ঠিক কী হয়েছিল? সম্প্রতি কারিনা কাপুরের একটি রেডিয়ো শো-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সে কথাই শেয়ার করেছেন মালাইকা।

মালাইকা জানিয়েছেন, বন্ধু বা প্রিয়জনেরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার আগে তাকে বার বার ভেবে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এমনকি যে দিন বিচ্ছেদ হয়েছিল তার আগের দিন রাতেও পরিবারের লোকেরা আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি নিশ্চিত? তোমার সিদ্ধান্ত সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত তো তুমি? আসলে আমাকে নিয়ে যারা চিন্তা করে, তারাই এ সব জানতে চেয়েছিল।

 

বিচ্ছেদের সিদ্ধান্ত এদের দু’জনেরই ছিল, এ কথা স্পষ্ট করে দিয়েছেন মালাইকা। আর সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিলেন প্রিয়জনেরা। জীবনের কঠিন সময়ে পরিবারকে পাশে পেয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।