একান্তে ফারহান-শিবানী, বিয়ে করছেন কি?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২০ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ফারহান আখতার এবং শিবানীর চলছে এ বছরটা যেন ভালবাসার জন্যই। কেননা এবার নিজেদের ভালবাসার সম্পর্ক প্রকাশ্যেই স্বীকার করছেন এই জুটি। প্রমাণ সোশ্যাল মিডিয়ায় যুগলের ছবি।
আপাতত সমুদ্রের পাড়ে ছুটি কাটাচ্ছেন তারা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক রোম্যান্টিক হলিডে-র ছবি শেয়ার করছেন। খুব তাড়াতাড়িই নাকি বিয়ে করবেন তারা। বলিউডে চলছে এমনই জল্পনা।
দিন কয়েক আগে সাংবাদিকদের শিবানী বলেন, আমি কিছু সিক্রেট রাখতে চাই না। কিন্তু সবাইকে এই কথা বলার মতোও কিছু নয়। ডেট করলে সেটা ঘোষণা করতে হবে নাকি? ব্যক্তিগত জীবনের কোন তথ্য কখন শেয়ার করব, সেটা তো আমি ঠিক করব…।
ফারহানের প্রোডাকশন থেকে সদ্য মুক্তি পেয়েছে ‘গাল্লি বয়’। পরিচালনা করেছেন তার বোন জোয়া। তবে ফারহান নিজে ফের কবে ফ্লোরে ফিরছেন, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত দেননি। আপাতত ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত তিনি।
