বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সম্পর্ক থাকা মানেই বিয়ে নয়, স্পষ্ট জবাব আলিয়ার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে বলিউডের প্রায় সব মহলেই আলোচনা হয়। গত বছর সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের পর অনেকেই আলিয়াকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছেন। বহু দিন তা হাসি মুখে সামলালেও সম্প্রতি এই প্রশ্নে রেগে গেলেন তিনি।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, আমি জানি না সবাই সব সময় কেন আমার বিয়ে নিয়ে প্রশ্ন করে। অবশ্য ভেবে দেখেছি এটা একটা সাধারণ প্রশ্ন। আর আমার উত্তরও সব সময় একই হবে। আমি সম্পর্কে আছি, তার মানে এটা নয় যে এখনই বিয়ে করব।

আলিয়া জানিয়েছেন, আপাতত কাজ নিয়ে ব্যস্ত তিনি। ব্যক্তিগত সম্পর্ক নিশ্চয়ই রয়েছে। কিন্তু বিয়ের কথা ভাবার সময় এখনো আসেনি। 

 

এদিকে, রণবীরের পরিবারের সঙ্গেও আলিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক। ঋষি-নীতুও তাকে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার ছবিও ভাইরাল হয়েছিল। এ সবের পরেও এখনই বিয়ের কথা ভাবতে নারাজ নায়িকা।