বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পাচ্ছে ‘হৃদয়ের রংধনু’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

দীর্ঘ প্রতিক্ষার পর এবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘হৃদয়ের রংধনু’। নির্মাণের পর প্রেক্ষাগৃহে মুক্তির সদন পেতে দুই বছরের বেশি সময় সেন্সর বোর্ডে আটকে থাকার পর গত ২৩ অক্টোবর ছাড়পত্র পায় ‘হৃদয়ের রংধনু’। দেশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য স্থানগুলোকে তুলে ধরে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাজিবুল হোসেন। চলচ্চিত্রটি আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পরিচালক।

 

কতগুলো প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘হৃদয়ের রংধনু’? এমন প্রশ্নের জবাবে নির্মাতা রাজিবুল হোসেন বলেন, ‘হৃদয়ের রংধনু’ মুক্তিতে আমরা একটু চমক রেখেছি। বাংলাদেশের প্রাকৃতিক ও দর্শনীয় স্থানগুলোকে তুলে ধরে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রটি বাংলাদেশকে দেশ ও বিদেশের মানুষের কাছে নতুন করে পরিচয় করাবে বলে আমি বিশ্বাস করি। ‘হৃদয়ের রংধনু’ আমরা প্রথম সপ্তাহে একটি প্রেক্ষাগৃহে মুক্তি দিচ্ছি। প্রথম সপ্তাহে শুধুমাত্র বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দর্শক চলচ্চিত্রটি দেখতে পাবেন। যারা এটি দেখবেন তারাই এর জন্য প্রচারণা চালাবেন বলে আমার বিশ্বাস।

 

এসময় চলচ্চিত্রটির অন্যতম অভিনেতা শামস কাদির বলেন, ‘হৃদয়ের রংধনু’ বাংলাদেশের পর্যটন স্থানগুলোকে তুলে ধরে নির্মাণ করা হয়েছে। আমাদের দেশের অনেকেই আছেন যারা নিজের এলাকার বাইরে প্রযোজন ছাড়া যেতে চান না। অনেকেই জানেন না যে এই দেশে এতো সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে। ‘হৃদয়ের রংধনু’ এই ধরনের মানুষের সঙ্গে দেশকে নতুন করে পরিচয় করাতে সক্ষম হবে।

চলচ্চিত্রটিতে অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন মিনা পেটকোভিচ (সার্বিয়া), মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ। ২০১৪ সালে শুরু হয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয় ‘হৃদয়ের রংধনু’ চলচ্চিত্রটির শুটিং। দেশের ৫৪ জেলায় দৃশ্যধারণ করা হয়েছে চলচ্চিত্রটির।