বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন করছেন না রজনীকান্ত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত। কিছুদিন আগে শোনা গিয়েছিলো লোকসভা নির্বাচন করবেন তিনি। কিন্তু এখন শোনা গেলো লোকসভা নির্বাচন তো দূরের কথা কোন রাজনৈতিক দলকেও সমর্থন দিবে না তিনি।

 

এ প্রসঙ্গে রজনীকান্ত বলেন, ‘আগামী লোকসভা নির্বাচনে আমার দল কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না। এই নির্বাচনে আমার ছবি বা অন্য কিছু প্রচারের জন্য ব্যবহার করবেন না।’

রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, তামিলনাড়ুতে পানির বড় সমস্যা। যে দল সমস্যা থেকে মুক্তি দিতে পারবে এবং পানি সমস্যা মেটাতে ভালো নীতি নিয়ে আসবে, তাদেরকেই বেছে নিতে হবে।‘

উল্লেখ্য, ২০১৭ সালে রাজনীতিতে আসার ঘোষণা দেন রজনীকান্ত। ২০২১ সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার দল লড়বে এমন ঘোষণাও দিয়েছিলেন তিনি