বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

চলচ্চিত্রের প্রতি আহামরি কোনো আগ্রহ নেই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

চরিত্র মনে রাখতে পারি না... 

'অর্ধেক সত্য' নাটকটির কাজ করেছিলাম বছর দুয়েক আগে। নাটকের পরিচালক অঞ্জন আইচ। কাজের ভিড়ে এ নাটকের গল্প ও চরিত্র নিয়ে কিছু মনে করতে পারছি না। আমি আবার নাটকে চরিত্রের নাম মনে রাখতে পারি না। সম্ভবত এটি থ্রিলারধর্মী একটি নাটক। 



দেখা হয় না নিজের নাটক...

সত্যি বলতে আমাকে অভিনয়ে প্রচুর ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার ফাঁকে টিভি সেটের সামনে বসে নাটক দেখা হয় না বললেই চলে। ২০-২২ মিনিটের নাটক দেখতে বসে বিজ্ঞাপনের কারণে সময় লাগে প্রায় এক ঘণ্টা। এত সময় হয়ে ওঠে না। তবে ইউটিউব থেকে দেখে নেয়ার চেষ্টা করি। নিজের অভিনয় নিয়ে নিজেই ভাবি।

প্রথমে চিত্রনাট্য এরপর অন্যকিছু...

আমার কাছে অভিনয়ের প্রস্তাব আসলে প্রথমে চিত্রনাট্য এরপর চরিত্র এবং অন্যান্য বিষয় গুরুত্ব দিই। চিত্রনাট্য পছন্দ হলে নিজের চরিত্র বোঝার চেষ্টা করি। তারপর দেখি পরিচালকরা আমার চরিত্রটি কিভাবে দেখতে চান। কারণ নির্দেশক অবশ্যই সেই চরিত্রটি নিয়ে আগে ভেবেছেন। এরপর সুন্দর করে চরিত্রটি উপস্থাপনের চেষ্টা করি। 

২৩ ফেব্রম্নয়ারি থেকে নতুন নাটক...

বর্তমানে বেশ কিছু ধারাবাহিক নাটকে কাজ করছি। এর মধ্যে জোছনাময়ী, গুড বেড আগলি, ব তে বন্ধুত্ব, ফ্যামিলি ক্রাইসিস, সুখের অসুখ, থ্রি ম্যাড। সবগুলোর নাম এই মুহূর্তে মনেও নেই। এছাড়া ১৯ ও ২০ ফেব্রম্নয়ারি হারুন রুশোর একটি খন্ড নাটকের শুটিং আছে। আগামী ২৩ ফেব্রম্নয়ারি পারভেজ আমিনের পরিচালনায় 'জলপুত্র' নামের নতুন একটি ধারাবাহিকের শুটিং করব। 

বিশেষ দিবসে বিশেষ নাটক

বিশেষ দিবস ছাড়া খন্ড নাটক খুব বেশি তৈরি হয় না। ধারাবাহিকের পাশাপাশি খন্ড নাটকেও কাজ করা হয়। সাইদুল হক রাসেলের পরিচালনা সম্প্রতি ২১ ফেব্রম্নয়ারির একটি টেলিফিল্মের কাজ শেষ করলাম। নাম 'রোল এক'। 

চলচ্চিত্রে আপাতত নেই...

নতুন কোনো চলচ্চিত্রের খবর আপাতত নেই। তবে আমাকে যে চলচ্চিত্রে কাজ করতেই হবে এমন অস্থিরতা আমার মধ্যে নেই। আমি একজন অভিনেত্রী। অভিনয় করাই আমার কাজ।