ময়মনসিংহে সেইলরের আউটলেট উদ্বোধন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ময়মনসিংহ শহরের কালী শংকর গুহ রোডের নতুন বাজার মোড়ে পোশাক নির্মাতা প্রতিষ্ঠান সেইলর তাদের ১৩তম আউটলেটের উদ্বোধন করেছে।
১৫ ফেব্রুয়ারি আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন, সিএফও আরশাদ আলী চৌধুরী, সেইলরের চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীরসহ ইপিলিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেইলর এর চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীর জানান, সমকালীন ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করেই সেইলর প্যাটার্ন ও ডিজাইনে ‘পরিবর্তন’ তুলে ধরবে পোশাকের ক্যানভাসে। পাশাপাশি ময়মনসিংহের দুই গুণীজন শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং ভাষা শহীদ আব্দুল জব্বারকে নিয়ে তাদের থাকছে বিশেষ সংগ্রহ।