মাড়ি থেকে রক্ত পড়লে করণীয়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যায় কম-বেশি প্রায় সকলেই ভুগে থাকেন। বিশেষ করে দাঁত ব্রাশ করার সময় এবং শক্ত ধরণের কোনও ফল বা অন্য কিছু খাওয়ার সময় অনেকেই মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যাটি লক্ষ্য করা যায়।
দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার বিষয়টি কখনওই অবহেলা করা উচিত নয়।তাই একজন সচেতন মানুষ হিসেবে আপনাকে সেটা বুঝতে হবে। এজন্য নিয়মিত দাঁতের যত্ন নিন।
আসুন জেনে নিন মাড়ি থেকে রক্ত পড়লে কী করবেন....
* হালকা গরম পানির সঙ্গে সামান্য লবণ মিশিয়ে দিনে তিন-চার বার কুলি করুন
* রক্ত দ্রুত বন্ধ করতে গ্রিন টি দিয়ে কিছুক্ষণ কুলি করুন
* বেকিং সোডা গরম পানিতে মিশিয়ে পেস্ট করে দাঁত মাজুন
* রক্তক্ষরণ বন্ধ করতে ঠাণ্ডা পানিতে তুলা ভিজিয়ে ক্ষত জায়গাটায় চেপে ধরুন
* লবঙ্গ মাড়ির রক্তক্ষরণ বন্ধের সঙ্গে সঙ্গে মুখের দুর্গন্ধ কাটাতেও সাহায্য করে
* অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল বলে ক্ষত স্থানে মধু লাগিয়ে রাখলে রক্ত পড়া বন্ধ হবে
* মুখের ভেতর ও মাড়িকে জীবাণুমুক্ত-পরিষ্কার রাখতে হবে।
এসব কোনও কিছুতেই রক্ত পড়া বন্ধ না হলে চিকিৎসকের পরামর্শ নিন।