বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তাদের দ্বিতীয় বিয়ে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

২০১৬ সালের জানুয়ারিতে সংগীতশিল্পী কেটি পেরি ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের পরিচয় থেকে প্রেম। এরপর এই দুজনকে নিয়মিত একসঙ্গে বিভিন্ন পার্টি ও নৈশভোজে হাত ধরাধরি করে অংশ নিতে দেখা যায়। শোনা যায়, মাঝখানে তাদের সম্পর্কের ফাটল ধরার কথাও। 

 

কিন্তু ২০১৮ সালের জানুয়ারি থেকে আবারও দুই তারকার প্রেমের গুঞ্জনের ডালপালা ছড়াতে শুরু করে। পরে কেটি পেরি বিভিন্ন সময় অরল্যান্ডোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাকে নিয়ে লিখতেন প্রেমের কথা। অন্যদিকে ব্লুমও কেটির প্রশংসা করতেও কোন কৃপনতা করেন নি।

টাইমস নাও জানায়, অবশেষে এ বছরের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই আংটি বদল করলেন সংগীতশিল্পী কেটি পেরি ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। ওইদিন কেটিকে ভ্যালেন্টাইন্স'ডে পার্টিতে হীরার আংটি পরিয়ে দেন ব্লুম। 

এর মধ্য দিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল সংগীতশিল্পী পেরি ও হলিউড অভিনেতা ব্লুমের সম্পর্ক।

উভয়ের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে কেটি পেরি বিয়ে করেছিলেন মার্কিন কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ডকে। আর অভিনেত্রী ও মডেল মিরান্ডা কেরের সঙ্গে সংসার বেঁধেছিলেন অরল্যান্ডো ব্লুম।