বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

রেগে আগুন আলিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের প্রেমের কথা সবারই জানা। শোনা যায়, এ বছর বলিউডের অন্যতম জনপ্রিয় এই দুই তারকার বাগদান হওয়ার সম্ভাবনাও আছে, এমনকি তাদের  বিয়েও হতে পারে।কিন্তু এসব নিয়ে আপাতত কিছুই ভাবছেন না  মহেষ ভাট কন্যা আলিয়া ভাট।

.

হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া ভাটের নতুন ছবি 'গাল্লি বয়'। এখন আলিয়ার নতুন ছবি 'গাল্লি বয়' নিয়ে প্রায়ই সাংবাদিকদের মুখোমুখি হতে হচ্ছে আলিয়াকে। 

তেমনি এক অনুষ্ঠানে আলিয়া ভাটকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন,‘আমি জানি না সবাই সব সময় কেন আমার বিয়ে নিয়ে প্রশ্ন করে। অবশ্য ভেবে দেখেছি এটা একটা সাধারণ প্রশ্ন। আর আমার উত্তরও সব সময় একই হবে।

রণবীরের প্রসঙ্গ নিয়ে আলিয়া বলেন,' আমি সম্পর্কে আছি, তার মানে এই নয় যে এখনই বিয়ে করব।'

আলিয়া আরও বলেন, 'আপাতত কাজ নিয়ে ব্যস্ত তিনি। ব্যক্তিগত সম্পর্ক নিশ্চয়ই রয়েছে। কিন্তু বিয়ের কথা ভাবার সময় এখনও আসেনি।'