শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

দশ ওভারেই ম্যাচ না হারার আহ্বান তামিমের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

নিউজিল্যান্ডের বিপক্ষ ওয়ানডে সিরিজে ধুঁকছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে ব্যাটিংয়ে ১০ ওভারের মধ্যেই দ্রুত উইকেট হারিয়েছে মাশরাফির দল। ম্যাচে তাই আর ঘুরে দাঁড়াতে পারেননি তারা। স্বল্প লক্ষ্য তাড়ায় সহজে জয় তুলে নেয় ব্লাকক্যাপসরা। বাংলাদেশ ওপেনার তামিম তাই ব্যাটসম্যানদের শুরুর ১০ ওভারে সতর্ক ব্যাটিংয়ের আহ্বান জানিয়েছেন।

 

বাংলাদেশ ওপেনার বিপিএলের ফাইনালে সেঞ্চুরি করার দারুণ  সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ড যান। কিন্তু দুই ইনিংসেই ৫ রান করে ফিরে যান এই ওপেনার। তার সঙ্গী লিটন দাস করেন মাত্র ১ করে রান। এছাড়া মুশফিক-মাহমুদুল্লাহও ব্যর্থ হন প্রথম দুই ম্যাচে। তামিম তাই বললেন, শুরুর ওভারগুলো দেখে খেলতে।

প্রথম ম্যাচে শুরুর ১০ ওভারে বাংলাদেশ ৪ উইকেট হারায়। দ্বিতীয় ওয়ানডেতে হারায় ৩ উইকেট। দুই ম্যাচেই মিঠুন প্রতিরোধ গড়েন। বাংলাদেশের সংগ্রহ থামে ২৩০ রানের দিকে। এ নিয়ে তামিম বলেন, 'সত্যি বলতে আমি আশা করছি, প্রথম ১০ ওভারের মধ্যে আমরা ম্যাচটা হাতছাড়া করবো না। কারণ শুরুতে জোড়ায় জোড়ায় উইকেট হারালে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়। সিরিজের প্রথম দুই ম্যাচে আমরা সেটাই করেছি। সামনের ম্যাচে এই ভুল হবে না আশা করছি।'

ব্যাট করার জন্য নিউজিল্যান্ডের উইকেট খুব খারাপ না। একটু সময় নিলেই সেখানে ব্যাটিং করা সহজ হয়ে যায়। তামিমও বলছেন সেটা, 'উইকেট ব্যাটিং করার জন্য ভালো ছিল। বিশেষ করে প্রথম ম্যাচে। তাদের শুরুর দুই বোলার খুবই ভালো বোলিং করেন। তবে আমরা শুরুতে চারটি উইকেট বিলিয়ে ফিরেছি। দ্বিতীয় দিনও উইকেট ভালো ছিল। তবে তারা আবহাওয়ার কারণে কিছু বাড়তি সুবিধা পেয়েছে।'

বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডে গত সফরে দারুণ ক্রিকেট খেলে। দুটি ম্যাচ খুব অল্প রানে হারে তারা। বাংলাদেশ দল ওই দুই ম্যাচে জিতলে অবাক হওয়ার কিছু ছিল না। এবার তাই দলের কাছে আরও ভালো কিছুর প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু দল ভালো কিছু এখনও দেখাতে পারেননি তামিমরা, 'গেলবার ভালো ক্রিকেট খেলেছিলাম। কিন্তু এবার এখনও ভালো কিছু দেখাতে পারিনি আমরা। আয়ারল্যান্ড-ইংল্যান্ডে তাদেরকে আমরা হারালেও কেন তাদের দেশে এসে পারছি না। সেটা আমার অজানা।'

ওদিকে বাংলাদেশ দলের চিন্তা বাড়ছে মিঠুন এবং মুশফিকুর রহিমকে নিয়ে। দুই ওয়ানডে ম্যাচেই ফিফটি পাওয়া মিঠুনের ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলা একপ্রকার অনিশ্চিত। মুশফিকও আছেন পর্যবেক্ষণের মধ্যে। মুশফিককে নিয়ে খালেদ মাসুদ বলেন, 'সে আজ অনুশীলন করেনি। অনুশীলনের সময় হাঁটাহাটি করেই কাটিয়েছে। তবে আশা করছি শেষ ওয়ানডে ম্যাচের আগে সে সুস্থ হয়ে উঠবে।'