শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

ফেব্রুয়ারিতেই আরেকটি টি-২০ টুর্নামেন্ট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

স্থানীয় ক্রিকেটারদের বেড়ে ওঠার জন্য নতুন ঘরোয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট চালু করছে বিসিবি। ফেব্রুয়ারির ২৫ তারিখ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে ওই টুর্নামেন্ট। দেশি ক্রিকেটাররা টি-২০ ক্রিকেটের সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে সেজন্য এ চিন্তা। কারণ বিপিএলে বিদেশি তারকাদের ভিড়ে স্থানীয়রা সুযোগ পাননা।

 

সপ্তাহব্যাপী চলা এই টুর্নামেন্টে ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ১২টি দল অংশ নেবে। লিগ ভিত্তিতে তাদেরকে চারটি গ্রুপে ভাগ করা হবে। সেখান থেকে সেরা চার দল উঠবে সেমিফাইনালে। প্রথম দুই সেমিফাইনাল খেলা হবে ১ মার্চ। আর ফাইনাল মাঠে গড়াবে মার্চের ৩ তারিখে। টুর্নামেন্টের সম্ভব্য নাম হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট বা ডিপিএল।

দেশের ৫০ ওভারের ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটের পরেই ঘোষণা দেওয়া হয়েছে নতুন এই ঘরোয়া টি-২০ টুর্নামেন্টের। ১২ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রেপলিস ক্রিকেট কমিটির চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। তিনি বলেন, 'এটা শুরুতে ছোট পরিসরে হবে। তাই এক সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এর পরিসর বাড়বে।'

এর আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মুশফিক, মাহমুদুল্লাহরা আরও একটি টি-২০ লিগের আয়োজন করার কথা তোলেন। মাশরাফিও সমর্থন করেন নতুন আরেকটি টি-২০ ক্রিকেটের। কারণ সারা বছর ওয়ানডে-টেস্ট খেলা ক্রিকেটারদের বিপিএলে পারফর্ম করা কঠিন হয়ে যায়। জাতীয় দলের ক্রিকেটাররা কিছু আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটাররা টি-২০ ক্রিকেটের সঙ্গে পরিচিত হতে পারেন না।

এ নিয়ে এনাম বলেন, 'ভারতে সৈয়দ মুসতাক টি-২০ টুর্নামেন্ট আছে। সেখান থেকে আইপিএলে অনেক ক্রিকেটার সুযোগ পান।' তিনি মনে করেন দেশের টি-২০ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার এটাই প্রথম ধাপ। এই পদক্ষেপটা না নিলে টি-২০ ক্রিকেটে দেশ এগোতে পারবে না বলেও মন্তব্য তার।