শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

ফ্রান্সে কোচিং করাতে চান মরিনহো

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

মরিনহোর এখন চাকরি নেই। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বহিষ্কার হয়েছেন তিনি। এর মধ্যে কাতার, রাশিয়া ভ্রমণ করেছেন ফুটবলের স্বঘোষিত স্পেশাল ওয়ান কোচ। রোববার দেখলেন লিগ ওয়ানের একটি ম্যাচও। এরপর ফ্রান্সের লিগ ওয়ানে একদিন কোচিং করাবেন এই আশার কথা বললেন পর্তুগিজ কোচ।

 

মরিনহো ইউরোপের শীর্ষ পর্যায়ে কোচিং করানো শুরু করেন পর্তুগালের ক্লাব দিয়ে। এরপর স্পেন, ইতালি এবং ইংলিশ লিগে কোচিং করিয়েছেন তিনি। তাও আবার যে সে ক্লাবে নয়। মরিনহো রিয়াল মাদ্রিদ, চেলসির পর ম্যানইউয়ের দায়িত্ব পালন করেছেন। পোর্ত, বেনফিকা এবং ইন্টার মিলানের কোচ হিসেবে ট্রফি জিতেছেন তিনি। কোচিং ক্যারিয়ারে মরিনহো ২৫বার শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন।

তবে মরিনহোর এখনও জার্মানির বুন্দেসলিগা এবং ফ্রান্সের লিগ ওয়ানে কোচিং করানোর অভিজ্ঞতা নেওয়া হয়নি। এবার মরিনহো জানালেন তার সেই ইচ্ছার কথা, 'নিজেকে একদিন ফ্রান্স লিগের কোচ হিসেবে দেখি আমি। আমি বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দলের কোচিং করিয়েছি। আলাদা সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছি। আমি অন্যান্য লিগেও কাজ করে সেখান থেকে শিখতে চাই।' 

কোচিংয়ের বাইরে থাকার সময়টা মরিনহো সেরা ব্যবহার করছেন বলে উল্লেখ করেন, 'আমি এখন খুব শান্ত আছি। সময়টা পরিবার এবং বন্ধুদের সঙ্গে দারুণ উপভোগ করছি।' ফুটবলে কোচিং করানোর সুযোগ তার সামনে খুব দ্রুত আসবে বলেও মনে করেন তিনি। মুন্ডো দের্পোতিভোর খবর অনুযায়ী, মরিনহো নতুন যে দলে চুক্তিবদ্ধ হবেন সেখানে লিগ ওয়ানে লিলির হয়ে খেলা স্ট্রাইকার নিকোলাস পেপের সঙ্গে চুক্তি করবেন। আর তাই ম্যাচ দেখতে মাঠে যান তিনি।