ক্রিকেটের বস আমি, থাকবও: গেইল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

গেইলের আত্মবিশ্বাসে কখনো মরিচা পড়ে না। বয়স কিংবা ব্যাটে রান না পাওয়া খুব একটা বিচলিত করে না তাকে। ওয়েস্ট ইন্ডিজের ৩৯ বছর বয়সী তারকার বিশ্বাস আছে নিজের সামর্থ্যের প্রতি। উইন্ডিজের হয়ে চারশ'র বেশি ম্যাচ খেলেছেন। সেঞ্চুরি করেছেন ৪০টির মতো। ক্রিকেটে তার প্রমাণের কিছু নেই। ইংল্যান্ড বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস গেইল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ তার ঘরের মাঠে শেষ ওয়ানডে খেলা।
গেইল এ নিয়ে রোববার বলেন, 'আপনারা এখন যাকে দেখছেন তিনি ক্রিকেটের একজন বিশেষ ব্যক্তি। আমি ক্রিকেটের সেরাদের একজন। অবশ্যই বিশ্ব ক্রিকেটের একজন বস। থাকবও বস হয়ে। এটা পরিবর্তন হবে না। ইংল্যান্ড বিশ্বকাপের পর আমি আমার ক্যারিয়ারের শেষ সীমায় চলে যাবো। পঞ্চাশ ওভারি ক্রিকেটে বিশ্বকাপই আমার শেষ।'
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দিকে তার চোখ বলে উল্লেখ করেন গেইল। তিনি এখন বেশ ফিট আছেন এবং প্রতিপক্ষের বোলারদের মনে ভয় ধরাতে পারেন বলে বিশ্বাস করেন। টি-২০ ক্রিকেটের এই রাজা বলেন, 'শারীরিক দিক থেকে ভালো অবস্থানে আছি। ফিটনেস নিয়ে আমি খুশি। কিছুটা ওজন কমিয়েছি। সিক্স প্যাক বানানো নিয়ে এখনও কাজ করে যাচ্ছি। তরুণদের সঙ্গে মানিয়ে নিয়ে ফিল্ডিং করতে চাই।'
ইংল্যান্ড সিরিজ নিয়ে ক্রিস জানান, ইংল্যান্ডের হয়ে কে শুরুতে বোলিং করবের তা তিনি জানেন না। তবে তিনি মনে করি যেই শুরু করুক না কেন গেইলকে ভয় পাবেন। তার বয়স ৩৯ বছর হয়েছে বলে ইংল্যান্ড বোলারদের ভীতি কমে যাবে এমন নয়। বরং তারা বলবে ওর দাঁড়িতে রং ধরেছে। ক্রিকেটে পারফেক্ট বস হওয়ার এটাই ওর সময়।