নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই: শাফিন আহমেদ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩১ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী শাফিন আহমেদ বলেছেন, ভোটারদের সম্মান রক্ষায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।
সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অবশ্যই নির্বাচন প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে। ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজধানীর মানুষ গতানুগতিক রাজনীতির ধারার পরিবর্তন চায়, সেটা আমাদের মাধ্যমেই সম্ভব।
শাফিন আহমেদ বলেন, উন্নয়নের ঢাকার পথিকৃত হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। তিলত্তমা ঢাকার শুরু হুসেইন মুহম্মদ এরশাদের হাত দিয়েই।
আমরা এরশাদের উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নিতে চাই। পান্থপথ, বেড়িবাঁধ, রোকেয়া স্মরনী, আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে সব উন্নয়নের সঙ্গেই হুসেইন মুহম্মদ এরশাদের ছোঁয়া লেগে আছে। ঢাকাবাসী এখনো মনে রেখেছে হুসেইন মুহম্মদ এরশাদ এবং লাঙলের অবদান। তাই রাজধানীর উন্নয়ন ভাবতে গেলেই, হুসেইন মুহম্মদ এরশাদের অবদান স্মরণ করতে হবে।
এসময় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান জয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিল্টন মেল্যা, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা আলহাজ্জ মহিবুল্লাহ, মোঃ গোলাম মোস্তফা, আবদুস সাত্তার, আবদুল আজিজ খান, মো. রফিকুল ইসলাম, জাকির হোসেন মৃধা, আনোয়ার হোসেন তোতা, সোলায়মান সামি উপস্থিত ছিলেন।
