বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

দেশে ফিরলেন মির্জা ফখরুল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

 

সোমবার বিকেল পাঁচটায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুরে যান। 

সর্বশেষ ২০১৭ সালের ২৮ মার্চ সিঙ্গাপুর যান ফখরুল। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা  নেন।