আ.লীগ সবসময়ই জামায়াত নিষিদ্ধের পক্ষে: কাদের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
আওয়ামী লীগ সবসময়ই জামাতের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, যুদ্ধাপরাধী দল জামায়াত নিষিদ্ধ করার জন্য সব সময়ই উপযুক্ত। কিন্তু এখানে আদালতের একটি সিদ্ধান্তের ব্যাপার আছে। সেটিকে তো আমরা উপেক্ষা করতে পারি না।
সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলটির সম্পাদক মণ্ডলীর বৈঠকে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাচন বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সম্পাদকমণ্ডলীর সভায় উপজেলা নির্বাচনে মনোনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরই মধ্যে দুই দফায় মনোনয়ন দেয়া হয়েছে। আগামী ২২-২৩ তারিখ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। এই দু’টি বৈঠক শেষে তৃতীয় ও চতুর্থ ধাপের মনোনয়ন দেয়া হবে।
তিনি আরো বলেন, উপজেলা নির্বাচনে দলের মনোনয়নকে কেন্দ্র করে প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
