বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

অর্জিত অর্থ চলচ্চিত্রেই বিনিয়োগ করতে চাইঃ শাকিব

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। যিনি চলচ্চিত্রের দুর্দিনেও একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়ে যাচ্ছেন। তার ছবি মানেই অন্যরকম দর্শক চাহিদা, হাউজ ফুল প্রেক্ষাগৃহ। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে একই চিত্র পরিলক্ষিত হয়ে আসছে। যা বর্তমানে অন্য কোনো নায়কের ছবির ক্ষেত্রে দেখা যায় না। 

 

আর নির্মাতারাও তার ছবিতে শাকিবকে নেয়ার জন্য মুখিয়ে থাকেন। কারণ তারাও বেশ ভালোভাবেই জানেন শাকিবকে ছবিতে কাস্ট করানো মানেই একপ্রকারের ছবি হিট। লগ্নিকৃত অর্থ ফেরতের নিশ্চয়তা। আর এই সময়ে এসে শুধু বাংলাদেশেই নয় ‘শিকারি’ ছবির পর কলকাতাতেও ভক্তের সংখ্যা অতিমাত্রায় বেড়েছে। যা পরবর্তীতে যৌথ প্রযোজনার ছবির পাশাপাশি সেখানকার ছবিতেও কাজ করতে দেখা গেছে ঢালিউড কিং শাকিবকে। যদিও বর্তমানে দেশের সিনেমাতেই ব্যস্ত তিনি।

তিনি বর্তমানে ব্যস্ত রয়েছে শামীম আহম্মেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ও শাহীন সুমনের ‘একটি প্রেম দরকার’ ছবির কাজ নিয়ে। ছবি দুটির প্রত্যেকটিতে শাকিবের বিপরীতে রয়েছে দুজন করে নায়িকা। ‘শাহেনশাহ’য় শাকিবের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। অপরদিকে, ‘একটি প্রেম দরকার’ ছবিতে রয়েছেন শবনম বুবলি ও নবাগত মৃদুলা। সম্প্রতি কক্সবাজারে ছবি দুটির গানের দৃশ্যে অংশ নিয়েছে শাকিব। 

 

শাকিব খান শুধু নায়কই নয় একজন প্রযোজকও। যা অনেকের অজানা। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম শাকিব খান ফিল্মস। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত ২০১৪ সালে মুক্তি পায় ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিটি। এরপর দীর্ঘ চার বছর পর আবারো নিজের প্রতিষ্ঠান থেকে ‘বীর’ শিরোনামের একটি ছবি নির্মাণের ঘোষণা দেন। ছবিটি নির্মাণ করার কথা রয়েছে গুনীনির্মাতা কাজী হায়াতের। কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে দেশের বাইরে রয়েছেন, তাই ছবিটির শুটিং এখনো শুরু করতে পারেনি। ছবিটিতে শাকিবের সঙ্গে অভিনয় করার কথা রয়েছে বুবলির। 

‘বীর’ শুরু করার আগেই আবারো ‘পাসওয়ার্ড’ শিরোনামের আরো একটি ছবি নির্মাণের ঘোষণা দিলেন শাকিব খান। এ ছবিটি নির্মাণ করবেন ঢাকাই চলচ্চিত্রের আরেক গুণী নির্মাতা মালেক আফসারী। এরই মধ্যে ছবিটির চিত্রনাট্যের কাজও সম্পূর্ণ হয়েছে। এই ছবিতেও শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে বুবলিকেই। 

দীর্ঘদিন পর প্রযোজনা বিষয়ে শাকিব বলেন, বর্তমানে ঢাকার চলচ্চিত্রের অবস্থা খুব খারাপ। কোনো প্রযোজকই ছবি নির্মাণ করতে আসছেন না। তাই আমি চলচ্চিত্রের এই দুরবস্থায় পাশে দাঁড়াতে চাই। চলচ্চিত্র থেকে আয় করা টাকা চলচ্চিত্রেই বিনিয়োগ করতে চাই। 

 

জানা গেছে, আগামী ঈদ-উল-ফিতরে মুক্তির লক্ষ্যে নিয়ে আগামী ২৬ তারিখ থেকে এ ছবির শুটিং শুরু করার কথা। এ ছবিতে দুই নায়িকা থাকছে। এরই মধ্যে বুবলি চূড়ান্ত হয়েছেন আর অন্যজন এখনো চূড়ান্ত হয়নি।