দক্ষিণ এশিয়া চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘কমলা রকেট’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
এবার প্যারিসে পুরস্কৃত হলো নূর ইমরান মিঠুর পরিচালিত চলচ্চিত্র ‘কমলা রকেট’। ফ্রান্সে সদ্য সমাপ্ত দক্ষিণ এশিয়া চলচ্চিত্র উৎসব (ফেস্টিভাল দ্যু ফিল্ম দ্য এশিয়া দ্যু সউড) এর ৬ষ্ট আসরে প্রধান পুরস্কার ‘জুরি প্রাইজ’ জিতে নেয় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্রটি। খবরটি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট (ফিল্ম) আবু শাহেদ ইমন।
গেল ১২ ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিসে বসেছিলো উপমহাদেশের বেশকিছু আলোচিত চলচ্চিত্র নিয়ে ‘ফেস্টিভাল দ্যু ফিল্ম দ্য এশিয়া দ্যু সউড’ এর ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হয়। ৬ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে এবার ফোকাস ছিলো এশিয়ার তরুণ নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র! যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্থান, শ্রীলংকা ও নেপালের তরুণ নির্মাতারা। উৎসবে হাজির না হলেও প্রধান পুরস্কার (জুরি প্রাইজ) বাগিয়ে নেন বাংলাদেশের তরুণ নির্মাতা নূর ইমরান মিঠু।
প্রতিযোগিতা বিভাগে ‘কমলা রকেট’ সহ ছিল মোট ৭টি ছবি। এর মধ্যে ছিলো ভারতের নির্মাতা অনুরাগ কাশ্যপের ছবি ‘মুক্কাবাজ’, কর্ম তাকাপার ‘রালাং রোড’, হার্দিক মেহতার ‘রাউন্ড ফিগার’, নিকোলাস জোলের ‘সংঘর্ষ, দ্য টাইম অব দ্য ফাইট’, পাকিস্তানি নির্মাতা আরশাদ খানের ‘আবু: ফাদার’ এবং সাবিহা সুমারের ‘আজমাইশ: জার্নি থ্রো দ্য সাবকন্টিনেন্ট’।
‘কমলা রকেট’ এর প্রধান পুরস্কার বাগিয়ে নেয়া ছাড়াও এই উৎসবে ‘পাব্লিক প্রাইজ’ জিতে নেয় ভারতীয় ছবি ‘রাউন্ড ফিগার’। ছবিটির নির্মাতা হার্দিক মেহতা। ‘ফাদার’ এর জন্য ‘স্টুডেন্ট জুরি প্রাইজ’ জিতে নেয় পাকিস্তানের আরশাদ খান। গত বছর মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘কমলা রকেট’। দেশে প্রশংসিত হওয়ার পাশাপাশি ছবিটি বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও বেশ দাপট দেখিয়েছে।
