ভাষা শহীদ রফিক চরিত্রে নিশো
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
বায়ান্ন’র ভাষা আন্দোলনে নিহত প্রথম শহীদ রফিক উদ্দিনকে নিয়ে এবার নির্মাতা আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন নাটক ‘জাহানারার একটি ভাই ছিল’। এ নাটকটির গল্প লিখেছন মাসুম শাহরীয়ার। নাটকটিতে ভাষা শহীদ রফিকের চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো।
নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকের গল্পটি ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহমেদের জীবন আলেখ্য। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল করতে গিয়ে বাংলা ভাষার জন্য প্রথম শহীদ হন তিনি। সাত ভাইবোনের মধ্যে রফিক ছিলেন সবার বড়। তার সবচেয়ে ছোট বোনটির নাম ছিল জাহানারা।
বর্তমানে এ নাটকটির শুটিং চলছে। আসছে একুশে ফেব্রুয়ারি বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।
বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২’র ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ প্রদর্শনরত ছাত্র-জনতার মিছিলে রফিক অংশগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গনে পুলিশ গুলি চালালে সেই গুলি রফিকউদ্দিনের মাথায় লাগে। গুলিতে মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেডিকেল হোস্টেলের ১৭ নম্বর রুমের পূর্বদিকে তার লাশ পড়ে ছিল। ছয় সাত জন ধরাধরি করে তার লাশ এনাটমি হলের পেছনের বারান্দায় এনে রাখেন।
এরপর রাত তিনটায় সামরিক বাহিনীর প্রহরায় ঢাকার আজিমপুর গোরস্তানে শহীদ রফিকের লাশ দাফন করা হয়। রফিক উদ্দিন ও অন্যান্য ভাষা শহীদ - সালাম, জব্বার, শফিউরের মহান আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা ১৯৫৬ সালে রাষ্ট্রভাষা হিসেবে শাসনতান্ত্রিক স্বীকৃতি লাভ করে।
