রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

পাঁনগাও পোর্ট হবে সেবামূলক প্রতিষ্ঠান: নৌ-প্রতিমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৪ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

কেরানীগঞ্জের পাঁনগাও অভ্যন্তরীণ কনটেইনার পোর্টকে একটি লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

 

সোমবার দুপুর ১টায় কেরানীগঞ্জের পাঁনগাও অভ্যন্তরীণ কনটেইনার পোর্ট পরিদর্শন শেষে এক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, পোর্টটি সচল করার জন্য ব্যবসায়ী ও কাস্টম কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করতে হবে। এ পোর্টের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করা হবে। পানগাঁও টার্মিনালকে কর্মচাঞ্চল্য হিসেবে গড়ে তুলে এর সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।  

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্রগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কুদ্দুস খান, চট্রগ্রাম বন্দরের প্রকৌশল সদস্য কমোডর আখতার হোসেন, পাঁনগাও অভ্যন্তরীণ কনটেইনার পোর্টের কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, পাঁনগাও অভ্যন্তরীণ কনটেইনার পোর্ট ম্যানেজার সারোয়ারুল আলম ও কমলাপুর আইসিডির ম্যানেজার আহমেদুল কবির প্রমুখ। 

সভায় জানানো হয়, পানগাঁও আইসিটির কর্মচাঞ্চল্য বৃদ্ধির জন্য ট্যারিফ হ্রাস, জাহাজ ভাড়া হ্রাস, কমন ক্যারিয়ার এগ্রিমেন্ট, জাহাজের সিডিউল প্রণয়ন, ব্যাংকিং ব্যবস্থা, অভিন্ন ইনল্যান্ড হলেজ চার্জ নির্ধারণ, অনলাইনে ডেলিভারি ইত্যাদি সুযোগ-সবিধা বিদ্যমান রয়েছে। 

আরো জানানো হয়, পানগাঁও আইসিটি ২০১৪ সালে ৯৮৪ টিইইউস এবং ২০১৮ সালে ২২,৫০৮ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করছে। পানগাঁও আইসিটি ২০১৩-১৪ অর্থবছরে প্রায় ১১ লাখ এবং ২০১৮-১৯ অর্থবছরে জানুয়ারি’১৯ পর্যন্ত চার কোটি ৮৮ লাখ টাকা আয় করেছে।