রোববার   ০৫ মে ২০২৪   বৈশাখ ২২ ১৪৩১   ২৬ শাওয়াল ১৪৪৫

ঢাকায় ক্যান্সারের নকল ওষুধ জব্দ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪১ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় ভিক্টোরিয়া হেলথ কেয়ার ভবনের ‘রয়েল মেডিকেল হল’ ও ‘নরসিংদী ফার্মা’ নামের দুই ফার্মেসি থেকে ক্যান্সারের নকল ওষুধ ও বিনামূল্যের সরকারি ওষুধ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার দুপুরে শুরু হয়ে এখনো অভিযান চলছে। এতে প্রায় এক কোটি টাকার বিনামূল্যের সরকারি ওষুধ জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ডেইলি বাংলাদেশকে বলেন, র‌্যাব-২ ও বাংলাদেশ ওষুধ প্রশাসনের সহযোগিতায় দুপুর থেকে মোহাম্মদপুরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। রাত সাড়ে ৮টায় শেষ রিপোর্ট লেখা পর্যন্ত দুটি ফার্মেসির গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও ক্যান্সারের নকল ওষুধ জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, রয়েল মেডিকেল হল নামের ফার্মেসির গোডাউনে বিপুল পরিমাণ বিনামূল্যের সরকারি ওষুধ পাওয়া যায়। অন্যদিকে নরসিংদী ফার্মা নামের দোকানের গোডাউন থেকে ক্যান্সারের নকল ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধের গায়ে ভারতীয় মূল্য ট্যাগ লাগানো থাকলেও ওষুধগুলো সবই নকল। ফার্মেসি দুটিকে সিলগালা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান সারওয়ার।

অভিযানে থাকা ওষুধ প্রশাসনের পরিচালক নুরুল ইসলাম বলেন, বিভিন্ন সরকারি হাসপাতালের বিনামূল্যের ওষুধ ওই এলাকার ফার্মেসিতে পাওয়া যায়- এমন অভিযোগে আমরা অভিযানের সিদ্ধান্ত নেই। অভিযোগের সত্যতাও পেয়েছি আমরা। সরকারি ওষুধ কিভাবে এসব ফার্মেসিতে আসছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, এসবের সঙ্গে নিশ্চয় সরকারি হাসপাতালের সিন্ডিকেট জড়িত। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।