রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

এক লাখ রোহিঙ্গার জন্য বোতল গ্যাস দেবে আইওএম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

রোহিঙ্গাদের জ্বালানি সহযোগিতা দেবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এক লাখ রোহিঙ্গা পরিবারকে বোতল গ্যাস সরবরাহ করবে তারা। এসব তথ্য জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান বলেন, আইওএম নেতারা রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসংঘ ও মিয়ানমার সরকারকে তাগিদ দিয়েছেন। 

 

সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের নিজ কক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। 

পরে প্রতিমন্ত্রী বলেন, সামনে ঝড়-বৃষ্টির মৌসুম। এ সময় দেশে সাইক্লোন হয়। আইওএম প্রতিনিধিরা মূলত এসেছিলেন এ সংক্রান্ত আলাপ-আলোচনা করতে। সাইক্লোন থেকে রক্ষায় রোহিঙ্গাদের জন্য কতগুলো সাইক্লোন শেল্টার আছে, তা আরো বাড়ানো যায় কি না? আমরা তাদের জানিয়েছি, রোহিঙ্গাদের জন্য ৪২৩টি সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে।

 

ডা. এনাম বলেন, আমরা তাদের জানিয়েছি, রোহিঙ্গারা টেকনাফে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে সমস্ত বন উজার করেছে। এখন সেখানে ঘাসও খুঁজে পাওয়া যাচ্ছে না। আইওএম প্রতিনিধিরা আমাদের বলেছেন, তারা শিগগিরই এক লাখ রোহিঙ্গা পরিবারে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য এক লাখ বোতল গ্যাস সরবরাহ করবে। এর রিফিল গ্যাসও তারা দেবে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বৃক্ষ রোপনেও তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
  
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাঁশ দিয়ে ঘর তৈরি করছে। সফররত প্রতিনিধিরা এ নিয়ে আলোচনা করেছেন। ডা. এনাম বলেন, আমরা তাদের জানিয়েছি, রোহিঙ্গাদের জন্য আমরা যা করেছি, সবই অস্থায়ী ভিত্তিতে। স্থায়ীভাবে তাদের রাখা সম্ভব নয়। 

 প্রতিমন্ত্রী বলেন, আইওএম প্রতিনিধিরা জানিয়েছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে তারা জাতিসংঘের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা করেছেন মিয়ানমার সরকারের সঙ্গেও। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে তারা মিয়ানমার সরকারকে তাগিদ দিয়েছেন।

 

বৈঠকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিচালক অপারেশন্স মোহাম্মেদ আবধিকের মোহামুদ, এশিয়া প্যাসিফিকের রিজিওনাল পরিচালক ডা. মারিয়া নিনিত্তি এ মোটুস এবং বাংলাদেশ মিশন প্রধান জিওরগে জিগাউরাই উপস্থিত ছিলেন।