রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

বরিশাল মেডিকেলের ডাস্টবিনে ২০ নবজাতকের দেহাবশেষ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ডাস্টবিন থেকে ২০ নবজাতকের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এগুলো মূলত ইন্টার্নি চিকিৎসকদের ব্যবহারিক কাজের জন্য সংরক্ষিত মানবদেহের কয়েকটি অঙ্গ-প্রত্যঙ্গ।

 

সোমবার রাতে হাসপাতালের প্রধান ডাস্টবিন থেকে ক্ষত-বিক্ষত ওইসব শিশু দেহাবশেষ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ।

হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তারদের শিক্ষার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মৃত নবজাতকের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। তবে এগুলো কেন ডাস্টবিনে ফেলা হয়েছে, সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে।

 

উদ্ধারকৃত দেহাবশেষে বেশকিছু ভ্রূণ ও অপরিণত মৃত শিশু রয়েছে বলে জানায় পুলিশ।