বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

উচ্চতায় রজনীকান্ত, প্রমাণ দিল অস্ট্রেলিয়া পুলিশ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বলিউড সুপারস্টার রজনীকান্ত। জনপ্রিয়তার দিক থেকে তিনি অনন্য উচ্চতায়। তবে তার এই জনপ্রিয়তা শুধু ভারতে সীমাবদ্ধ নয়। নিজ দেশের বাইরেও ব্যাপক জনপ্রিয় তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়া পুলিশের শেয়ার করা একটি টুইটে তারই প্রমাণ পাওয়া গেল।

 

সম্প্রতি মদ্যপান করে গাড়ি চালানো বিষয়ে একটি পোস্ট করা হয় অস্ট্রেলিয়া পুলিশের তরফে। মদ্যপান করে গাড়ি চালানো এক ব্যক্তির ‘ব্রেথ অ্যানালাইজিং রিপোর্ট’র ছবি পোস্ট করা হয় অস্ট্রেলিয়ার ডার্বি পুলিশের তরফে। সেই ছবিতে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে সুপারস্টার রজনীকে। 

রিপোর্ট অনুযায়ী, সেই ব্যক্তির রক্তে অ্যালকোহলের পরিমাণ ছিল ০.৩৪১ শতাংশ। যা সাধারণ ও সজাগ মানুষের পক্ষে খুবই উচ্চমাত্রার। সাধারণত কোমায় থাকলে বা অস্ত্রোপচারের সময় অ্যানাস্থেশিয়া দিয়ে অজ্ঞান করা রোগীর অবস্থা হওয়া উচিত এই পরিমাণ মদ খেলে। এই ঘটনাকে পুলিশ তাদের টুইটে ‘বৈজ্ঞানিকভাবে অসম্ভব’ লিখেছেন।

 

সঙ্গে সঙ্গেই টুইটারে ভাইরাল হয়ে যায় এই পোস্টটি। শেয়ারও করেন প্রচুর রজনীভক্ত। কেউ কেউ এমনও লেখেন যে, রজনীকান্ত সর্বত্রই থাকেন। কারণ একমাত্র তার পক্ষেই এমনটা সম্ভব!