বাংলাভাষীরা ‘ফাগুন হাওয়ায়’ না দেখলে তাদের ক্ষতি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
জনপ্রিয় নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত ছবি ‘ফাগুন হাওয়ায়’ গেলো শুক্রবার পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি এরই মধ্যে দর্শক মহলে বেশ প্রসংশা কুড়িয়েছে। শনিবার এই ছবিটির প্রিমিয়ার শোর আয়োজন করে সিনেমাটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে আমন্ত্রণ পেয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ। কিন্তু সেখানে যাননি এই নায়ক। তাতে কি, ছবিটি শুভ দেখেছেন টিকিট কেটে, দর্শকদের ভিড় ঠেলে।
ছবিটি দেখার পর আরেফিন শুভ তার ফেসবুকে লিখেছেন, বিনামূল্যে দেখার আমন্ত্রণ ছেড়ে টিকিট কেটে ‘ফাগুন হাওয়ায়’ দেখলাম। কী অসাধারণ পরিচালনা, কী অসাধারণ অভিনয়! বাংলাভাষীরা যদি এই ছবি না দেখে তাহলে সেটা তাদের ক্ষতি, ছবির নয়।
এ অভিনেতা নিয়মিতই সমসাময়িক অন্য অভিনেতাদের ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন। অন্যদেরও এটা করা উচিত বলে মনে করেন তিনি। এ বিষয়ে শুভ বলেন, আমরাই যদি বিনামূল্যে দেখার জন্য মুখিয়ে থাকি তাহলে দর্শক কেন টাকা দিয়ে দেখবে! আমাদের উচিত তাদের হলে নেয়া। আর সেটার শুরু আমাদের দিয়েই হতে হবে।
টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি নির্মিত হয়েছে ৫২’র ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। ছবিটিতে জুটি বেধে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। এছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা যশপাল শর্মা।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত, ওয়ালটন নিবেদিত এবং দি অভি কথাচিত্র পরিবেশিত ‘ফাগুন হাওয়ায়’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা তৌকির নিজেই। ছবিতে আরো অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদসহ আরো অনেকে।
এদিকে, আসছে ২২ ফেব্রুয়ারি কলতকাতায় মুক্তি পাবে আরেফিন শুভ অভিনীত ‘আহারে’ ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটি পরিচালনা করেছে রঞ্জন ঘোষ।
অন্যদিকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের নির্মিত বিখ্যাত চরিত্র ‘অপু’ হয়ে পর্দায় আসছেন আরিফিন শুভ। কলকাতার পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় এ ছবিটি প্রযোজনা করছেন বলিউড প্রযোজক মধুর ভান্ডারকর। নতুন এ ছবিটির নাম ‘অভিযাত্রিক- দ্য ওয়ান্ডারলাস্ট অব অপু’। এই ছবিটির মাধ্যমে সত্যজিৎ রায়ের বিখ্যাত অপু চরিত্রটি ৬ দশক পর পর্দায় ফিরছে।
