বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘সম্পর্ক থাকলেও কখনো ডেটিং-এ যেতাম না’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বলিউডে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নিজের অভিনয় দিয়ে বলিউডে জায়গা করে নিয়েছেন এই লাস্যময়ী। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবেও তার ভক্তের সংখ্যা কম নয়।

 

এদিকে, নিজের প্রেম নিয়ে অনেকবারই আলোচনায় এসেছেন ক্যাট সুন্দরী। একসময় বলি মহলে রটেছিলো ক্যাটরিনা নাকি সালমান খানের বউ হয়েছেন। তবে বউ না হলেও তিনি যে সালমান খানের গার্লফ্রেন্ড ছিলেন এটা বলি মহলে সবারই জানা ছিলো।

সম্প্রতি নিজের প্রেম নিয়ে মুখ খুলেছেন সালমান খানের প্রাক্তন এই গার্লফ্রেন্ড। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, অনেকের সঙ্গে প্রেম করলেও কারো সঙ্গে ডেটে যেতাম না। 

 

তিনি আরো বলেন, সর্ম্পকের ক্ষেত্রে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন অভিনেত্রী। কেননা একটা ভুল সম্পর্কই জীবনে হতাশা এবং নষ্ট করে দিতে পারেন বলে মনে করেন তিনি। 

প্রসঙ্গত, বর্তমানে সালমান খান অভিনীত ভারত সিনেমার শুটিং করছেন তিনি। আর এ শুটিং করার সময় পায়ে চোট পান অভিনেত্রী। তবে পায়ে চোট নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছেন ক্যাটরিনা।