বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

জঙ্গিদের পক্ষে পাকিস্তানের দালালি, ক্ষোভ প্রকাশ জাহ্নবীর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

পাকিস্তানের উপরে রাগে ফেটে পড়লেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। ইনস্টগ্রামে তা নিয়ে একটি বড় পোস্টও করলেন শ্রীদেবী কন্যা। 

 

পুলওয়ামা কাণ্ডের পিছনে জঙ্গিদের ‘স্বাধীনতা সংগ্রামী’ হিসেবে পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়। এরই প্রতিবাদে সরব হন জাহ্নবী কাপুর। পাক প্রতিবেদনটিতে লেখা হয়, স্বাধীনতা সংগ্রামীরা ভারত অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে। ৪৪জন কর্মরত সেনা মারা গিয়েছে।

 

 

 

জাহ্নবী তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, এরা অপপ্রচার করছে। রাজনৈতিক কারণে ঘটনার সত্যতা বিকৃত করা হচ্ছে। মুহূর্তে ভাইরাল হয় ‘ধড়ক’ ছবির নায়িকার এই পোস্ট। 

প্রসঙ্গত, পুলওয়ামা কাণ্ডের তীব্র নিন্দা করেছেন বলিউডের বহু তারকা। শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন-সহ অনেকেই শহিদদে পরিবারের পাশে দাঁড়িয়েছেন।