মাকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন সালমান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
বলিউডে অভিনেতা সালমান খান। এ নামটিই তাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য যথেষ্ট। অভিনয়ের পাশাপাশি পরিবারকেও সমাতালে সময় দেন ভাইজান খ্যাত এ অভিনেতা।
নিজের পরিবারে ‘মা’কে খুব ভালোবাসেন সালমান। মায়েরও আদরের ছেলেও বলা যায় তাকে। তাই মাকে খুশি রাখতে যেকোন কিছুই করতে রাজি অভিনেতা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম সূত্রে প্রকাশিত খবরে, নিজের জন্য একটি গাড়ি কিনতে গিয়েছিলেন সালমা খান। কিন্তু যখন জানতে পারেন ‘মা’ও গাড়ি কিনতে চান তখনই নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। আর মায়ের জন্য নিয়ে আসেন বিলাসবহুল একটি গাড়ি।
জার্মানির তৈরি একটি বিলাসবহুল এসইউভি কিনে মাকে উপহার দেন সালমান। আর ছেলের এ ভালোবাসার উপহার পেয়ে মা বিস্মিত হয়েছেন।
বর্তমানে, সালমান খান ‘ভারত’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দ্রুতই শুটিং শেষ করতে চান তিনি। আলি আব্বাস জাফর পরিচালিত এই সিনেমা কোরিয়ান চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর ভারতীয় সংস্করণ।
