বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

কার সঙ্গে ডেটে যেতে চান? সুহানা বললেন...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বলি মহলে স্টার কিডদের তালিকায় প্রথম সারিতেই থাকবে সুহানা খানের নাম। শাহরুখ খানের মেয়ের সোশ্যাল মিডিয়াতেও প্রচুর ফলোয়ার।

 

এদিকে, সুহানা কার সঙ্গে ডেটে যেতে চান, তা নিয়েও ভক্তদের উৎসাহের কমতি নেই। এবার প্রকাশ্যে সেই প্রশ্নেরই উত্তর দিলেন তিনি।

ইনস্টাগ্রামে সুহানার কাছে তার অনুরাগীরা জানতে চান, কোন তারকার সঙ্গে ডেট করতে চান তিনি? সুহানা দক্ষিণ কোরিয়ার অভিনেতা কিম জুন-মেয়নের নাম করেন। অভিনয়ের পাশাপাশি গান লেখা, গাওয়া, মডেলিংয়েও জনপ্রিয় মেয়ন। মঞ্চে সকলে তাকে শুভ নামে চেনেন। অর্থাৎ বলিউড নয়, সুহানার পছন্দ এক আন্তর্জাতিক তারকাকে।

 

 

সুহানার বলিউড এন্ট্রি নিয়ে এর আগেই নিজের মতামত স্পষ্ট জানিয়েছেন শাহরুখ। বরাবর পড়াশোনার ওপর জোর দিয়েছেন নায়ক। 

সুহানা বা আরিয়ানের বলিউডে কেরিয়ার তৈরি নিয়ে কোনো আপত্তি নেই শাহরুখের। কিন্তু আগে শেষ করতে হবে পড়াশোনা। এ বার মেয়ে যে ডেটে যেতে চান, সে খবর কি বাবা জানেন?